সিরীয় প্রেসিডেন্ট আসাদ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, হালকা উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষা করা হলো তারা দুজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সিরীয় প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, তাদের স্বাস্থ্য ভালো এবং অবস্থা স্থিতিশীল। দুই থেকে তিন সপ্তাহের জন্য তারা নিজেদের বাড়িতে আইসোলেশনে থাকবেন।

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বয়স ৫৫ বছর এবং তার স্ত্রীর বয়স ৪৫ বছর।

সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের প্রধান জানান, মধ্য ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে দেশটির পরীক্ষা করার সামর্থ্য কম হওয়ার কারণে বাস্তব পরিস্থিতির ভয়াবহতা ধারণা করা কঠিন। দশ বছরের যুদ্ধের পর দেশটির মাত্র অর্ধেক হাসপাতাল রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার মতো অবস্থায় আছে।

সিরিয়ার সরকারের তথ্য অনুযায়ী, আসাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে মহামারির শুরু পর এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১০৬৩ জনের। আসাদবিরোধীদের নিয়ন্ত্রিত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ আরও ২১ হাজার আক্রান্ত ও ৪০৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে।

গত সপ্তাহে সিরীয় সরকার জানায়, দেশটির ফ্রন্ট লাইন স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। অজ্ঞাত বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এই ভ্যাকসিন পাওয়া গেছে জানিয়েছে প্রশাসন। বিরোধীরা পৃথকভাবে ভ্যাকসিন পাওয়ার জন্য দাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।