ভারতের জন্য প্রার্থনায় ইসরায়েলিদের কণ্ঠে ওম নমহঃ শিবায় (ভিডিও)

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে ভারত। বিপর্যস্ত দেশটির সহযোগিতায় এগিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ। সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেল আবিবে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিক। সেখানে তারা ভারত ও ভারতীয়দের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেন।

ভাইরাসজনিত রোগ থেকে ভারতীয়দের দ্রুত সুস্থতা কামনার প্রার্থনায় ইসরায়েলিরা 'ওম নমহঃ শিবায়' সমবেত কণ্ঠে উচ্চারণ করেন। ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা দ্রুত সেরে ওঠার বার্তাও দেন।

ইসরায়েলিদের ওম নমহঃ শিবায় উচ্চারণের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় দূতাবাস কর্মকর্তা পাওয়ান কে পাল ইন্সটাগ্রামে ভিডিও শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, 'যখন পুরো ইসরায়েল এক হয়ে আপনাদের আশার আলো দেখায়'।

ভিডিওতে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'এমন ঘটনা দেখতেই অনেক ভালো লাগে, এমন কিছু দেখার পর এমনিতে আমাদের চাপ কমে ও মন শান্ত হয়। অনেক ধন্যবাদ'।

আরেক ব্যবহারকারী লিখেছেন, 'এই সুন্দর আচরণের জন্য ইসরায়েলকে ধন্যবাদ। ইসরায়েল করোনামুক্ত দেখে ভালো লাগছে'।

তৃতীয় আরেকজন লিখেছেন, 'এমন কিছুই আমাদের প্রয়োজন ছিল'। অপর একজনের কথা, 'এটি অসাধারণ সুন্দর'।
সূত্র: টাইমস নাউ নিউজ

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pawan K Pal