আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযান, আহত ১৬৩ ফিলিস্তিনি

দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি পুলিশের অভিযানে অন্তত ১৬৩ ফিলিস্তিনি আহত হয়েছে। বেশিরভাগ আহত হওয়ার ঘটনা ঘটেছে আল-আকসা মসজিদে। সেখানে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনিরা পাথর ও বোতল নিক্ষেপ করে পাল্টা প্রতিরোধ গড়ে তুললে আহত হয়েছে ইসরায়েলের ছয় পুলিশ সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে অবৈধ ইহুদি বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছে। জেরুজালেম থেকে নতুন করে ফিলিস্তিনিদের তাড়ানো হবে বলে আশঙ্কা ছড়ানোর পর এই উত্তেজনা শুরু হয়।  পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলিস্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জড়ো হন। এ সময় তাদের অনেকে ইহুদি বসতি স্থাপন ও তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন। রাত পর্যন্ত চলতে থাকে তাদের বিক্ষোভ।

ইসরায়েলি পুলিশের দাবি মাগরিবের নামাজের পর বিক্ষোভরত হাজার হাজার ‘দাঙ্গাবাজ’দের থামিয়ে ‘শৃঙ্খলা পুনর্বহাল’ করতে অভিযান চালায় তারা। আল-আকসা মসজিদের কর্মকর্তারা মাইক ব্যবহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। মুসল্লিদের ওপর পুলিশের রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ অবিলম্বে বন্ধের আহ্বানও জানান তারা।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে তারা ৮৮ জন আহত ফিলিস্তিনি নাগরিককে হাসপাতালে পাঠিয়েছে। তারা সবাই রাবার বুলেট বিদ্ধ হয়েছে। এদিকে আহত ছয় পুলিশ সদস্যেরও চিকিৎসার দরকার পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকেও উত্তেজনা নিরসনের আহ্বান জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টর ভেনেসল্যান্ড সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জেরুজালেমের স্থিতাবস্থার প্রতি শ্রদ্ধা দেখানোর তাগিদ দেন।