পশ্চিম তীরে ইহুদি উপাসনালয়ে ধস, নিহত ২

পশ্চিম তীরের ইহুদি বসতি এলাকায় নির্মাণাধীন একটি ধর্মীয় উপাসনালয় সিনেগগের স্থাপনা ধসে দুজন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। রবিবার ধসের সময় সিনেগগটিতে অনেক মানুষ ছিলেন। ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, জেরুজালেমের উত্তরে জিভাত জে'এভ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। টেলিভিশনে প্রচারিত ফুটেছে দেখা গেছে, ভবনটির নির্মাণ কাজ অসম্পূর্ণ ছিল।

জরুরি মেডিক্যাল টিম মোট ১৮৪ জন আহতের কথা জানিয়েছে। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। বাকিরা সামান্য আহত হয়েছেন।

পুলিশের এক মুখপাত্র জানান, ধসের সময় সিনেগগটিতে প্রায় ৬৫০ জন প্রার্থনাকারী ছিলেন।

এক ব্যক্তি জানান, প্রথমবারের মতো রবিবার সিনেগগটি প্রার্থনার জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছিল।