অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা বহনকারী ৪০০ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল । বৃহস্পতিবার (২ মে) ওই ট্রাক প্রবেশের বিষয়টি জানিয়েছে দেশটির কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরি (সিওজিএটি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সিওজিএটি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা বহনকারী ৪০০ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিওজিএটি আরও জানিয়েছে, উত্তর গাজায় হাজার হাজার খাবার প্যাকেট সম্বলিত ৫৬টি প্যালেট এয়ারড্রপ করা হয়েছিল।
সিওজিএটি বলেছে, মানবিক সহায়তা বহনকারী ২২টি ট্রাক উত্তর গাজায় পৌঁছে দেওয়া হয়েছিল। এখানে খাদ্যের ঘাটতি সবচেয়ে বেশি। এছাড়া দুর্ভিক্ষের ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে।
বুধবার গাজার সরকারি সংবাদমাধ্যম কার্যালয় জানিয়েছে, এপ্রিল মাসে গাজায় প্রতিদিন মানবিক সহায়তা বহনকারী ১৬৩টি ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছিল ইসরায়েল।
কার্যালয়টি বলছে, এটি প্রয়োজনের তুলনায় খুবই কম। কারণ গাজায় চাহিদা অনুযায়ী প্রতিদিন এক হাজার ট্রাক ত্রাণ সহায়তা প্রয়োজন।