যুদ্ধবিরতি নিয়ে হামাসকে নেতানিয়াহুর হুমকি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার নিয়ন্ত্রক হামাসকে হুমকি দিয়েছে খুব শক্তিশালী পদক্ষেপ নেওয়ার। তিনি বলেছেন, হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে এই পদক্ষেপ নেবে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

পশ্চিম জেরুজালেমে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিনকেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন নেতানিয়াহু। প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গাজা ও ইসরায়েল সফরে রয়েছেন ব্লিনকেন।

ইসরায়েলের নিজেদের রক্ষার অধিকারকে সমর্থন জানানোর কারণে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দিয়েছেন নেতানিয়াহু।

গাজায় টানা ১১ দিন ইসরায়েলি বোমাবর্ষণ ও বিমান হামলার পর মিসরের উদ্যোগে যুদ্ধবিরতিতে সম্মত হয় সংঘাতে লিপ্ত উভয় পক্ষ। এই সংঘর্ষে অন্তত ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মেধ্য ৬৬ শিশু রয়েছে। হামাস ও সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীর ছোড়া রকেটে ইসরায়েলে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরাও নিজেদের রক্ষার প্রতিশ্রুতির অর্থ বুজিয়ে দেব। হামাস যদি শান্তি বিনষ্ট করে এবং ইসরায়েলে হামলা চালায় তাহলে আমাদের পাল্টা পদক্ষেপ হবে খুব শক্তিশালী।

সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার পুনর্নির্মাণের আন্তর্জাতিক সহযোগিতা যেনও হামাসকে সুবিধা না দেয় তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা আমাদের অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব। যাতে করে পুনর্নির্মাণ সহযোগিতা থেকে হামাস সুবিধা নিতে না পারে।