গাজায় যুদ্ধবিরতি সংহত করতে ইসরায়েল-মিসর বৈঠক

ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আরও দৃঢ় করতে বৈঠক করছে ইসরায়েল ও মিসর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে বৈঠক করেছেন মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে। আর রবিবার কায়রো গেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সপ্তাহ আগে মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে ২০১৪ সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ হামাস-ইসরায়েল সংঘাতের অবসান হয়।

যুদ্ধবিরতি বাস্তবায়নে মিসরের কূটনৈতিক সাফল্য দেশটিকে আলোচনায় নিয়ে এসেছে। এই চুক্তিকে আরও দীর্ঘমেয়াদি করতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে কায়রো।

নেতানিয়াহু বলেছেন, মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামালের সঙ্গে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু ও হামাসকে ঠেকানোর বিষয়ে আলোচনা করা হয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি গত ১৩ বছরের মধ্যে প্রথমবার কায়রো সফর করলেন। তিনি জানিয়েছেন, মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্নির্মাণে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করবেন।

শনিবার মিসর জানিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌক্রি আশকেনাজিকে কায়রোতে অভ্যর্থনা জানিয়েছেন। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি।

নেতানিয়াহু ও আশকেনাজি বলেছেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো গাজায় আটক দুই ইসরায়েলি বেসামরিক ও নিহত দুই সেনার দেহাবশেষ ফিরিয়ে আনা। হামাস ইসরায়েলের এই প্রস্তাব এতদিন খারিজ করে এসেছে।