জোট সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি, বললেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, তাকে সরানোর জন্য প্রস্তাবিত ঐক্য সরকার দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তিনি ডানপন্থী রাজনীতিকদের আহ্বান জানিয়েছেন এই জোট সরকারকে সমর্থন না করার জন্য। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নেতানিয়াহুর বিরোধীদের কাছে বুধবার পর্যন্ত সময় আছে সরকার গঠনের জন্য। যদি বিরোধীরা সরকার গঠনে সমঝোতায় পৌঁছাতে পারেন তাহলে ইসরায়েলে নেতানিয়াহু যুগের অবসান ঘটতে পারে। টানা ১২ বছর ধরে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

রবিবার ডানপন্থী দল ইয়ামিনার নেতা নাফতালি বেনেট জানিয়েছেন, তিনি নতুন একটি সরকার গঠন করতে মধ্যপন্থী দল ইয়াস আতিদের নেতা ইয়াইর লাপিদের সঙ্গে জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন। 

নেতানিয়াহু বলেন, বাম ঘরানার সরকার গঠন করবেন না। এমন সরকার ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য একটি হুমকি।

বামপন্থী নেতাদের উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, এর ফলে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা দুর্বল হতে পারে। তিনি প্রশ্ন রাখেন, ইসরায়েলের প্রতিরোধ সামর্থ্যে এর প্রভাব কেমন হবে? আমরা শত্রুদের কীভাবে বিবেচনা করবো? ইরান ও গাজা ইস্যুতে তারা কী বলবে?

নেতানিয়াহু অভিযোগ করেন, বেনেট জনগণকে ভুল পথে পরিচালিত করছেন। রবিবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেটের সমালোচনা করে বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চাওয়া ছাড়া আর কিছুর পরোয়া করেন না।