হুথির ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে সৌদি সামরিক জোট। রবিবার জোটের বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল এখবারিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জোটের এক বিবৃতিতে হুথি বিদ্রোহীদের পাঠানো ওই ড্রোনটি ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে। তবে টুইটারে দেওয়া পোস্টে হুথির সামরিক মুখপাত্র দাবি করেছেন, তাদের হামলা সফল হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। হুথিরা ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি-আমিরাতের সামরিক জোট। সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ। পাল্টা প্রতিরোধ হিসেবে হুথি বিদ্রোহীরাও মাঝেমধ্যেই সৌদি আরবে ড্রোন হামলা চালিয়ে আসছে। হুথির ড্রোন হামলায় সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন অর্ধেকে নেমে আসার মতো ঘটনা ঘটেছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা।