ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সিরিয়ার

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করেছে সিরিয়া। সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। রাজধানী দামেস্কের আকাশ থেকে এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ার ওপর হামলার জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করেছে ইসরায়েল।

সানার খবরে বলা হয়, রাত ১১টা ৩৬ মিনিটে ইহুদিবাদী শত্রুরা লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার রাজধানী দামেস্কে ওপর আগ্রাসন চালায়। তবে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর বেশিরভাগই ভূপাতিত করতে সমর্থ হয়েছে। ইসরায়েলি আগ্রাসনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সম্পদের ক্ষয়ক্ষতির ভেতরেই সীমাবদ্ধ রয়েছে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত ৫ মে সিরিয়ার বন্দরনগরী লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর এক মাসের মাথায় ফের দেশটিতে হামলা চালালো তেল আবিব। সূত্র: পার্স টুডে।