আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে মিছিল বের করার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। এসময় সৈন্যরা তাদের ওপর লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট ছুড়লে আহত হন বেশ কয়েকজন।

মিছিলটি দখলকৃত আল-আকসার দামেস্ক গেট থেকে বের করার চেষ্টা করেন ফিলিস্তিনিরা। একসঙ্গে হতে দেখেই রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে ইসরায়েলি বাহিনী। হামলায় একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে দু'জন সাংবাদিক রয়েছেন।

এ ঘটনায় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাইফাল্লাহ আল-ফায়েজ বলেন, ইসরায়েলি পুলিশের হামলা আল-আকসা মসজিদের পবিত্রতা এবং উপাসকদের সুরক্ষার লঙ্ঘন’।

গত মঙ্গলবার ইসরায়েলিদের একটি মিছিল থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করার অভিযোগ তোলেন ফিলিস্তিনিরা। ওই ঘটনার প্রতিবাদে আল আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল করার পরিকল্পনা করা হয়।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বেড়েই চলছে। প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেকে। গত মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আড়াই শতাধিক মানুষ প্রাণ হারান। মিশরের মধ্যস্থতায় ১১ পর যুদ্ধবিরতিতে পৌঁছায় গাজার শাসক গোষ্ঠী হামাস এবং ইসরায়েল। যদিও সম্প্রতি আগুনের বেলুন হামলার অভিযোগে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায়  হামলা চালায় তেল আবিব।