মধ্যপ্রাচ্যে সেনা ও ক্ষেপণাস্ত্র কমাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সেনা ও আকাশ প্রতিরক্ষা ইউনিটের সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির প্রতিরক্ষা দফতর এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত আটটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউনিট প্রত্যাহারের খবরটি সঠিক বলে উঠে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে প্রশাসন যখন ইরানের সঙ্গে উত্তেজনা কমিয়ে আনার উদ্যোগ নিচ্ছে তখন এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলো। ২০১৯ সালে উত্তেজনাবৃদ্ধির প্রেক্ষিতে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরাক, কুয়েত, জর্ডান ও সৌদি আরব থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা প্রত্যাহার করা হবে। একই সঙ্গে পৃথক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাডও সৌদি আরব থেকে সরানো হবে।

এসব ক্ষেপণাস্ত্রের একটি ব্যাটারির জন্য শতাধিক সেনা ও বেসামরিক নাগরিক প্রয়োজন হয়।

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার জেসিকা ম্যাকনাল্টি জানান, এসব ইউনিটের কয়েকটি অন্য দেশে মোতায়েন করা হবে এবং কিছু যুক্তরাষ্ট্রে রক্ষণাবেক্ষণের জন্য ফিরিয়ে আনা হচ্ছে। সূত্র: এনডিটিভি

তবে নতুন করে কোথায় মোতায়েন করা হবে, তা সম্পর্কে কিছু জানাননি মুখপাত্র।

ইমেইল বার্তায় তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় ও নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।