পারমাণবিক স্থাপনায় হামলা ঠেকানোর দাবি ইরানের

ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের ভবনে একটি হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার এই চেষ্টা চালানো হয়। নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ বলে পরিচিত সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে হামলার চেষ্টা করা হয়। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) সংশ্লিষ্ট সোস্যাল মিডিয়া চ্যানেলগুলোর দাবি, একটি ড্রোন সেখানে হামলার চেষ্টা চালায়।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ ওয়েবসাইট নাউরনিউজ জানিয়েছে, কোনও ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আগেই হামলাটি ঠেকানো গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত এবং এই ঘটনা সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইরানের কর্মকর্তারা নাউরনিউজ দেখার পরামর্শ দিয়েছেন। ওই কর্মকর্তারা জানান, সংবাদমাধ্যমের সঙ্গে এসব বিষয়ে আলোচনার অনুমোদন নেই তাদের।

ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভি জানিয়েছে, বুধবার ভোরে নাশকতামূলক হামলার চেষ্টা হয়। তবে ইরানের পারমাণবিক স্থাপনা এবং বিজ্ঞানীদের ওপর আগেও এই ধরনের হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে নেওয়া কঠোর নিরাপত্তার কারণে এতে কেউ হতাহত বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট বেশ কিছু স্থাপনা এবং পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। তবে ইসরায়েল এসব অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।

ইরানের আধা সরকারি আইএসএনএ বার্তা সংস্থা জানিয়েছে, যে ভবনটিতে হামলার চেষ্টা করা হয়েছে সেটি রাজধানী তেহরান থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে কারাজ শহরের কাছে অবস্থিত।