বাংলাদেশ থেকে আমিরাতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো ইতিহাদ এয়ারওয়েজ

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪টি দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। খালিজ টাইমস-এর খবরে বলা হয়েছে, ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আরব আমিরাতে যাত্রীবাহী ফ্লাইট স্থগিত রাখবে কোম্পানিটি। আমিরাত সরকারের করোনাভাইরাস মহামারি ঠেকাতে জারি করা নির্দেশের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে আবুধাবিভিত্তিক কোম্পানিটি জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে যাত্রীবহন করার অনুমতি নেই ইতিহাদের। তবে আমিরাতের নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি ও গোল্ডেন ভিসাধারীরা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। এই শ্রেণির যাত্রীদের কোয়ারেন্টিন শর্ত মেনে নিতে হবে।

ইতিহাদ জানিয়েছে, তাদের নেটওয়ার্কের যাত্রীদের জন্য এই চারটি দেশে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সৌদি আরব থেকে শ্রীলঙ্কায় ভ্রমণের অনুমতি নেই। তবে অনুমোদিত দেশ থেকে যাত্রীরা এই দেশ হয়ে ভ্রমণ করতে পারবেন।

কোম্পানিটি আরও জানায়, উভয় গন্তব্যমূখী কার্গো ফ্লাইট অব্যাহত থাকবে।