আফগানিস্তানে যেকোনও মুহূর্তে শেষ হচ্ছে মার্কিন অধ্যায়

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে যেকোনও মুহূর্তে মার্কিন সেনা প্রত্যাহারের কার্যক্রম শেষ হতে চলছে। তালেবান গোষ্ঠী দেশের বিভিন্ন স্থান দখল নেওয়ার মধ্যেই সমাপ্তি ঘটছে মার্কিন অধ্যায়।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, সেনা সরিয়ে নেওয়ার এই সপ্তাহটি খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে মোতায়েন থাকা বেশিরভাগ সেনা প্রত্যাহার হলেও কমপক্ষে ৬শ’ জন থাকছে। তারা কাবুলের মার্কিন দূতাবাস, বিমানবন্দরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আফগান বাহিনীকে নিরাপত্তায় সহায়তায় দিবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই মার্কিন সেনা প্রত্যাহার হবে। তবে কয়েকটি প্রতিবেদনে এসেছে, মধ্য জুলাইয়ের মধ্যেই আফগান মাটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হচ্ছে।

মার্কিন অধ্যায়ের অবসান নিয়ে অনেক দেশই গভীর উদ্বেগ প্রকাশ করছে। কারণ, নতুন করে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর, সীমান্ত দখল নিচ্ছে তালেবান গোষ্ঠী। প্রতিদিনই কোথাও না কোথাও নিরাপত্তা বাহিনীর ওপর ব্যাপক হামলা চালাচ্ছে তারা। গত মে থেকে ৩৭০টি জেলার মধ্যে ৫০টি দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

এ বিষয়ে মার্কিন জেনারেল অস্টিন এস মিলার সতর্ক করে বলছেন, ‘আফগানিস্তানের এই মুহূর্তের পরিস্থিতি একদমই ভালো নয়। সামনে গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। আর এটি বিশ্বের কাছে উদ্বেগের কারণ হওয়া উচিত’। ২০২০ সালে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি অনুযায়ী মার্কিন সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র।

এদিকে জার্মানিও আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা ইতোমধ্যে তুলে নিয়েছে। গত ২০ বছর ধরে দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছিল তারা।