ঈদুল আজহায় ওমানে সর্বাত্মক লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে সর্বাত্মক লকডাউন জারির ঘোষণা দিয়েছে ওমান। মঙ্গলবার কর্তপক্ষ ঘোষণা দিয়েছে, ১৬ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিকাল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেশটিতে মানুষ ও যান চলাচল বন্ধ থাকবে।

খালিজ টাইমস-এর খবরে বলা হয়েছে, ঈদুল আজহার নামাজ ও ঈদের আগে কেনাকাটা ও একত্রিত হওয়ার অনুমতি দেওয়া হবে না। এর মধ্যে রয়েছে পারিবারিক মিলন, ঈদের জন্য জমায়েত বা সম্মিলিতভাবে উৎসব উদযাপন।

তবে বাণিজ্যিক কর্মকাণ্ড এবং মানুষ ও যান চলাচলে নিষেধাজ্ঞা মুসানদাম গভর্নরেট এলাকায় কার্যকর হবে না। কারণ এখানে আক্রান্ত ও হাসপাতালে করোনা রোগীর সংখ্যা খুব কম।

বিভিন্ন দেশের ভ্রমণ তথ্য ও নির্দেশনা হালনাগাদ করেছে ওবাম। মিসর থেকে দেশটিতে যাত্রী আসায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, তিউনিসিয়া, লিবিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রুনেই-কে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ৯ জুলাই বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত এসব দেশ থেকে কেউ ওমানে প্রবেশ করতে পারবে না।