এবার ইরানের পরিবহন মন্ত্রণালয়ে সাইবার হামলা

ইরানের পরিবহন মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠানে সাইবার হামলার একদিনের মাথায় শনিবার একই পরিস্থিতির শিকার হয় পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

সাইবার হামলাটি চালানো হয় মূলত পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘মিনিস্ট্রি অব রোডস অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট’-এর কর্মীদের ওপর। তাদের কম্পিউটার সিস্টেমকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হ্যাকাররা। এ ঘটনায় মন্ত্রণালয়ের পোর্টাল এবং সাব-পোর্টাল সাইটগুলো অফলাইনে চলে যায়।

ইরানসহ তিন দেশের বিরুদ্ধে শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যেই দেশটিতে সিরিজ এই সাইবার হামলার ঘটনা ঘটলো। মার্কিন প্রযুক্তি ইরানে রফতানির কারণে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে আট ব্যক্তিকে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র নীতির সঙ্গে সাংঘর্ষিক ও জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কিংবা জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত দুই দিনের সাইবার হামলার ঘটনায় অবশ্য কেউ দায় স্বীকার করেনি। ইরানের পক্ষ থেকেও এখনও পর্যন্ত সরাসরি কাউকে দায়ী করা হয়নি। তবে ইতোপূর্বে এ ধরনের হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছিল তেহরান।