লিবিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এরদোয়ানের

তুরস্ক সফররত লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেবেহ-এর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলের বাহদেত্তিন ম্যানশনে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। দুই নেতা প্রায় দেড় ঘণ্টা ধরে কথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, রুদ্ধদ্বার বৈঠকের পর উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক বৈঠকে অংশ নেন দুই নেতা। এতে দেশ দুটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

গত কয়েক বছরে লিবিয়ার সঙ্গে সখ্যতা বেড়েছে তুরস্কের। কৌশলগতভাবেও দেশটি আঙ্কারার জন্য গুরুত্বপূর্ণ। ২০১৯ সালের গোড়ার দিকে লিবিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহী হাফতার বাহিনীর হাতে দেশটির জাতিসংঘ স্বীকৃত সরকার প্রায় কোণঠাসা হয়ে পড়ে। বিদ্রোহীদের হাতে যে কোনও মুহূর্তে ত্রিপোলীর পতন ছিল তখন সময়ের ব্যাপার মাত্র। ওই সময়ে তুরস্কের সামরিক সমর্থন নিয়ে হাফতার বাহিনীর হাত থেকে রাজধানী ত্রিপোলীকে রক্ষায় সমর্থ হয় দেশটির কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় পরবর্তীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়।