অবশেষে ১০ মার্কিন নৌ সেনাকে মুক্তি দিল ইরান

১০ মার্কিন নৌ সেনাকে মুক্তি দিল ইরানজলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ১০ মার্কিন নৌ সেনাকে মুক্তি দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। আর দ্রুত এ বিষয়ে ইতিবাচক সাড়া দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি তাদের নাবিকদের মুক্তি দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানান।
এর আগে গত মঙ্গলবার পারস্য উপসাগরে একটি ফারসি দ্বীপের কাছে ইরানের জলসীমায় প্রবেশের দায়ে একটি টহল জাহাজ আটক করে দেশটির বিপ্লবী রক্ষীবাহিনী। জাহাজটি থেকে মার্কিন নৌবাহিনীর ১০ সেনাকে আটক করা হয়।  
ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, আটককৃতরা অনিচ্ছাকৃতভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছে এমনটা নিশ্চিত হওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।
বিপ্লবী রক্ষীবাহিনীর নৌ কমান্ডার জেনারেল আলি ফাদাবি জানান, তাদের চূড়ান্ত তদন্তে দেখা গেছে, ওই মার্কিন নাবিকরা গুপ্তরবৃত্তিমূলক কোনও কাজে তাদের জলসীমায় ঢোকেনি। সূত্র: বিবিসি
/এসএম/