ইসরায়েলে সাইবার হামলা, অভিযোগ চীনের দিকে

ইসরায়েলের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে লক্ষ্য করে একটি সমন্বিত সাইবার হামলা চালানো হয়েছে। গত সোমবার আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা কোম্পানি ফায়ারআই জানিয়েছে, এই হামলা সম্ভবত চীন থেকে চালানো হয়েছে।

ইসরায়েলে বড় ধরনের চীনা সাইবার হামলার কথা এবারই প্রথম সামনে এলো। ফায়ারআই জানিয়েছে, ইরান, সৌদি আরব, ইউক্রেন, উজবেকিস্তান এবং থাইল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশকে লক্ষ্য করে চালানো সাইবার হামলার অংশ হিসেবে ইসরায়েলে হামলা চালানো হয়। দুই বছর ধরে এই হামলা পর্যবেক্ষণ করছে ফায়ারআই।

কোম্পানিটির প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার হামলায় ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়াও বেসরকারি সংস্থাগুলোকে টার্গেট করা হয়েছে। পরিবহন, প্রযুক্তি, টেলিযোগাযোগ, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তিসহ নানা খাতের প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।

হ্যাকিংয়ে যেসব উপকরণ ব্যবহৃত হয়েছে সেগুলো বিশ্লেষণ করে আর পূর্বের একই ধরনের হামলার সঙ্গে তুলনা করে ফায়ারআই বলছে এই হামলার নেপথ্যে রয়েছে চীনের গোয়েন্দা সংস্থা এবং তাদের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়।