টিকা নিলেই পর্যটন ভিসা দেবে আমিরাত

করোনাভাইরাসের টিকা নেওয়া ব্যক্তিদের পর্যটন ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ৩০ আগস্ট সোমবার থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে। শনিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউএএম)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোভিডের বাড়বাড়ন্ত মোকাবিলায় ইতোপূর্বে যেসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল আমিরাত সেসব রাষ্ট্রের লোকজনের ক্ষেত্রেও নতুন এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ, ভ্যাকসিন নিয়ে এসব দেশের নাগরিকরাও পর্যটন ভিসা পেতে পারেন। তবে আমিরাতে পৌঁছানোর পর সবাইকে নতুন করে কোভিড পরীক্ষা করাতে হবে।

মূলত আমিরাতের অর্থনীতিতে করোনার ধাক্কা সামাল দিতে বিদেশি পর্যটক আকর্ষণের কৌশল নিয়ে দেশটির কর্তৃপক্ষ। এর অংশ হিসেবেই ভ্যাকসিনেটেড ব্যক্তিদের ট্যুরিস্ট ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।