ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজায় বিক্ষোভকারী নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছে। গাজায় ১৪ বছরের ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর চালানো গুলিতে আহমেদ সালেহ(২৬) পেটে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এসময় আরও ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজার সীমান্ত বেড়ার কাছে জড়ো হয় প্রায় এক হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারী। তারা টায়ার জ্বালানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরখ ছোড়ে বলেও দাবি তাদের।

গাজার শাসক দল হামাসের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিরা। ইসরায়েল-হামাসের মধ্যকার যুদ্ধবিরতি ভেঙে সম্প্রতি সহিংসতা বাড়ায় নতুন গতি পেয়েছে এই বিক্ষোভ।

মিসরের মধ্যস্তায় ওই যুদ্ধবিরতির পর ফিলিস্তিন থেকে আগ্নেয় বেলুন পাঠানোর অভিযোগ এনে গাজায় হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।