ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সিরিয়ার

দামেস্ক’র আকাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সিরিয়া। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সিরিয়ার এক সামরিক সূত্র জানায়, স্থানীয় সময় শুক্রবার ১টা ২৬ মিনিটে বৈরুতের দক্ষিণ দিক থেকে আকাশ পথে বিমান হামলা চালায়। তাদের লক্ষ্য ছিল দামেস্ক শহরের বিভিন্ন স্থাপনা।

সিরীয় টিভিতে প্রকাশিত ফুটেজে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দৃশ্য দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, কম উচ্চতায় ইসরায়েলি বিমানের গর্জনের শব্দ শুক্রবার ভোরে বৈরুতের উপকণ্ঠ থেকে শোনা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এই হামলা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।সূত্র: আল জাজিরা