চার শতাধিক হুথি বিদ্রোহীকে হত্যার দাবি সৌদি জোটের

ইয়েমেনের মারিব প্রদেশে চার শতাধিক হুথি বিদ্রোহীকে হত্যার দাবি করেছে সৌদি সামরিক জোট। চার দিন ধরে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি।

তুর্কি আল মালিকির বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ জানিয়েছে, আল আবদিয়া জেলায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য ৯৬ ঘণ্টার মধ্যে ১১৮টি বিমান হামলা চালানো হয়েছে।

হুথি মিলিশিয়াদের ১৫টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন সৌদি জোটের মুখপাত্র।

অবরুদ্ধ আল আবদিয়ায় বেসামরিক নাগরিকদের প্রতি দায়িত্ব পালনের জন্য আন্তর্জাতিক ও বেসরকারি মানবিক সংগঠনগুলোর প্রতিও আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি। তবে সৌদি জোটের এমন দাবির বিষয়ে হুথি বিদ্রোহীদের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি।