ইরাকের সাধারণ নির্বাচনে বিজয় দাবি মুক্তাদা আল সদরের

ইরাকের সাধারণ নির্বাচনে বিজয় দাবি করেছেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম মুক্তাদা আল সদর। তবে নিজে শিয়া সম্প্রদায়ের মানুষ হলেও নিজ দেশের রাজনীতিতে প্রতিবেশী ইরানের হস্তক্ষেপের বিরোধী তিনি। ইরাকে মার্কিন হস্তক্ষেপেরও অবসান চান প্রবীণ এই রাজনীতিক।

সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে বিদেশি প্রভাবমুক্ত একটি জাতীয়তাবাদী সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা গেছে, সদরের স্যারুন মুভমেন্ট পার্লামেন্টের ৩২৯টি আসনের মধ্যে ৭৩টিতে জয় পেয়েছে। ৩৮টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুন্নি স্পিকার মোহাম্মদ আল-হালবৌসির তাকাদ্দুম জোট।

এবারের নির্বাচনে ইরান সমর্থিত ফাতাহ জোটের ভরাডুবি ঘটেছে। এখন পর্যন্ত মাত্র ১৪টি আসন পেয়েছে তারা।

দৃশ্যত নতুন সরকার গঠনের জন্য একটি কোয়ালিশনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে এটি চূড়ান্ত করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে মুক্তাদা আল সদর নিজের এখনই সরকারে নেতৃত্ব দেওয়ার সুযোগ নেই। কেননা, গত নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন না।