হিজবুল্লাহর ডাকে উত্তাল লেবানন, বিক্ষোভে গুলিতে নিহত ৩

গত বছর লেবাননের বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক অপসারণের দাবিতে বিক্ষোভে নেমেছেন দেশটির হাজারো মানুষ। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডাকে বৈরুতের রাজপথে অনেকে জড়ো হলে তাদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদসদ্যরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্যমতে, সেখানে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের খবরে জানিয়েছে, বৃহস্পতিবার হিজবুল্লাহর শত শত সমর্থক ও তাদের সমথর্কেরা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হযন। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে ‘পক্ষপাতদুষ্ট ও আমেরকান দাস’ হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা।

এদিন আন্দোলন চলাকালে ভবনের ছাদ থেকে গুলি ছোড়ার শব্দ শোনা যায়। এ ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে লেবাননের সেনাবাহিনী। হামলাকারীর নাম পরিচয় এখনও প্রকাশ করেনি প্রশাসন।

বৈরুতের বিস্ফোরণের তদন্ত নিয়ে এর আগেও স্বচ্ছতার প্রশ্ন উঠে। এবার রাস্তায় নামলো দেশটির জনগণ। গত বছরের (৪ আগস্ট) দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। বিস্ফোরণ এতই শক্তিশালী ছিল যে ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস থেকেও কম্পন অনুভূত হয়েছে। এ ঘটনায় নিহত হন ২১৯ জন।