মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

সিরিয়ায় আল-কায়েদার এক শীর্ষ নেতাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, নিহতের নাম আব্দুল হামিদ আল-মাতার।

শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জন রিগসবি জানান, আল-কায়েদার এই জ্যেষ্ঠ নেতাকে অপসারণ করা না হলে মার্কিন নাগরিক, বেসামরিক মানুষ, আমাদের মিত্র এবং বিশ্বের জন্য হুমকি ছিল।

জেনারেল অ্যাটোমিকস এমকিউ র‌্যাপর-৯ দিয়ে হামলা পরিচালনা করা হয়। এতে অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করে মার্কিন সামরিক বাহিনী। ড্রোন হামলা পরিচালনার দু'দিন আগে দক্ষিণ সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এরপরই সন্ত্রাসীবিরোধী অভিযান চালালো যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক কর্মকর্তা রিবগবি আরও বলেন, নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা আমেরিকা এবং আমাদের মিত্রদের জন্য হুমকি। এই গোষ্ঠীটি সিরিয়াকে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছে।

গত সেপ্টেম্বরেও সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তরাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার আরেক সিনিয়র নেতা সেলিম আবু-আহমদ নিহত হন।