আরব দেশগুলোর উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা: খামেনি

গত বছর যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তারা পাপ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি। রবিবার তিনি বলেন, এই সম্পর্ক ছিন্ন করা উচিত।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো।

ইসরায়েলের দিকে ইঙ্গিত করে আলি খামেনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে কয়েকটি সরকার বড় ভুল করেছে এবং নিপীড়ক ও দখলদার জায়নবাদী শাসকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে পাপ করেছে।’

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘এটা ইসলামিক ঐক্যের বিরোধী কাজ, তাদের অবশ্যই এই পথ থেকে ফিরতে হবে আর এই বড় ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে।’

১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর গত চার দশক ফিলিস্তিন ইস্যুর জোরালো রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় ইরান। গত বছরের আগ পর্যন্ত কেবল মিসর ও জর্ডানই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দুই দেশ ছিলো।

খামেনি বলেন, ‘মুসলিমদের ঐক্য অর্জন করা গেলে ফিলিস্তিনি প্রশ্ন নিশ্চিতভাবে সবচেয়ে ভালোভাবে সমাধান করা যাবে।’

গত মে মাসে ইসরায়েলকে কোনও দেশ নয় সন্ত্রাসের ঘাঁটি হিসেবে আখ্যা দেন খামেনি।