এডেন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১২

ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণটি বিমানবন্দরের প্রবেশদ্বারের কাছে ঘটে। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাইরের গেইটে ছোট একটি ট্রাকে এই বিস্ফোরণ ঘটে। ট্রাকটিতে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ ছিল। হঠাৎ বিকট শব্দে ঘটে কেঁপে উঠে আশপাশ। এতে অনেক বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে যায়।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘এ ঘটনায় ১২ জন মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হন’। বিস্ফোরণে কারণ এখও অজানা রয়ে গেছে। এ ঘটনা কোনও বিদ্রোহী গোষ্ঠী ঘটিয়ে থাকলেও এখনও দায় স্বীকার করেনি।

এডেন বন্দর নগরীতে দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধ চলছে ইরান সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর। শুধু এডেনই নয় ইয়েমেনজুড়েই ২০১৫ সাল থেকে উভয়পক্ষের সংঘাত অব্যাহত রয়েছে। দেশটির নিয়ন্ত্রণে নিতেই রক্তপাত ঘটছে। ইয়েমেনের ক্ষমতাচ্যুত নির্বাসিত প্রেসিডেন্ট হাদিকে ফের ক্ষমতায় বসাতে হুথিদের সঙ্গে লড়াই চলছে। এতে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধের কারণে দুর্ভিক্ষের কবলে পুরো দেশ।