কুয়েত সরকারের পদত্যাগ

আইনপ্রণেতাদের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছে কুয়েত সরকার। সোমবার দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমাদের কাছে পদত্যাগ পত্র জমা দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক আল কাবাস ও আল রায়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়েছে, নির্বাচিত সংসদের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে প্রশ্ন করা নিয়ে বিপক্ষ আইনপ্রণেতাদের সঙ্গে সরকারের দীর্ঘদিন ধরে সংকট চলছে। এর মধ্যেই কোভিড-১৯ মোকাবিলা, দুর্নীতিসহ বেশ কিছু ইস্যুতে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার জন্য চাপ দেন বিরোধীদলীয় আইনপ্রণেতারা।

এরই প্রেক্ষিতে কুয়েত সরকার ক্ষমতাসীন আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দেয় বর্তমান সরকার। তবে তিনি পদত্যাগ পত্র গ্রহণ করেছেন কিনা তা এখনও জানা যায়নি। 

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দীর্ঘদিনের চলমান সংকট নিয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ সাবাহার সরকার পদত্যাগ পত্র জমা দিলো।