ইসরায়েলি মন্ত্রীর বাড়িতে ইরানের গুপ্তচর!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করা হয় ইরানকে। আর সেই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতেই তেহরানের গুপ্তচর! ওই বাড়ির পরিচারকদের একজন 'ইরানের হয়ে' কাজ করতেন। এমনটাই দাবি করেছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা সংস্থা শিন বেত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

শিন বেত-এর দাবি, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজের বাড়িতে কাজ করতেন ওই ব্যক্তি। তিনি মূলত তার বাড়ি পরিষ্কারের কাজ করতেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি 'ইরানের সঙ্গে পরিচিত এক ব্যক্তির' সঙ্গে যোগাযোগ করেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে থাকার প্রমাণ হিসেবে তিনি ওই ব্যক্তির কাছে ছবি পাঠিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রীর কম্পিউটারে ম্যালওয়ার ইনস্টল করারও প্রস্তাব দিয়েছেন তিনি। গুপ্তচরবৃত্তির জন্য তিনি তাদের কাছে মাত্র সাত হাজার ডলার চেয়েছিলেন।

ওমরি গোরেন নামের অভিযুক্ত ওই গৃহকর্মীকে এ মাসের গোড়ার দিকে গ্রেফতার করে কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগ আনা হয়েছে।

ইসরায়েলের পাবলিক ডিফেন্ডারস অফিস জানিয়েছে, ওই ব্যক্তি অর্থের জন্যই এমন কাজ করেছে। জাতীয় নিরাপত্তা ক্ষতি করার কোনও ইচ্ছা তার ছিল না।

ইসরায়েলি মিডিয়া বলছে, ওমরি গোরেন নামের ওই ব্যক্তি ইতোপূর্বে ব্যাংক ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং একাধিক দফায় কারাদণ্ড ভোগ করেছেন। বেনি গান্টজ ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ থাকাকালে তার কর্মচারী হিসেবে নিয়োগ পান গোরেন। দৃশ্যত ওই সময়ে যথাযথভাবে গোরেনের ব্যক্তিগত ইতিহাস যাচাই করেনি শিন বেত।