ইরানের হয়ে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়ির ক্লিনার

প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজের বাড়িতে ক্লিনারের কাজ করা এক ব্যক্তিকে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত করেছে ইসরায়েল। ওই ব্যক্তি মাত্র সাত হাজার ডলারের জন্য ইরান-সংশ্লিষ্ট একজনের হয়ে কাজ করেছেন বলে জানিয়েছে ইসরায়েলের একটি আদালত।

অভিযুক্ত ওই কর্মীর নাম ওমরি গোরেন। তিনি বেনি গান্তজের বাড়িতে ক্লিনার হিসেবে ২০১৮ সাল থেকে কাজ করছেন। ওই সময়ে বেনি গান্তজ ইসরায়েলি সেনা প্রধান ছিলেন। গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত এক বিবৃতিতে বলেছে, ওই কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে অজ্ঞাত একজনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি গান্তজের বাড়ির একাধিক ছবি তার কাছে পাঠিয়েছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে থাকার প্রমাণ হিসেবে ওই কর্মী এসব ছবি পাঠান এবং প্রতিরক্ষামন্ত্রীর কম্পিউটারে ম্যালওয়ার ইনস্টল করারও প্রস্তাব দেন।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। সামরিক তৎপরতায় ব্যবহারের জন্য ইরান এই কর্মসূচি চালাচ্ছে এবং আঞ্চলিক শত্রুদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ ইসরায়েলের।