তেহরান সফরে আইএইএ প্রধান

তেহরান সফরে গেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর প্রধান রাফায়েল গ্রোসি। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য সোমবার রাতে তেহরানে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি।

সফরে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার।

রাফায়েল গ্রোসির এবারের তেহরান সফরে তার সংস্থার সঙ্গে ইরানের সহযোগিতার একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারণের কথা রয়েছে।

সোমবার তেহরানের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগের আগে এক টুইটার বার্তায় রাফায়েল গ্রোসি বলেন, তার এ সফরের মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আইএইএ-র পরিদর্শন কাজ আবার চালু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

এদিকে গ্রোসির তেহরান সফরকে সামনে রেখে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, তার দেশ সব সময় আইএইএ-র সঙ্গে সহযোগিতাকে এই সংস্থার আইন অনুযায়ী কারিগরি বিষয়ে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছে। সূত্র: পার্স টুডে।