ইসরায়েলকে তার প্রকৃত সামর্থ্য বিবেচনার আহ্বান

ইরানকে হুমকি দেওয়ার আগে ইসরায়েলকে তার প্রকৃত সামর্থ্য বিবেচনার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি এই আহ্বান জানিয়েছেন।

শনিবার ইয়েমেনের আল-মাসিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টির অবতারণা করেন মোহাম্মাদ ইসলামি। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দেওয়ার আগে ইহুদিবাদী ইসরায়েল যেন আয়নায় নিজের দুর্বল চেহারাটা একবার দেখে নেয়।

সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে তেল আবিব ৫০০ কোটি শেকেল (দেড়শ কোটি ডলার) মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা করেছে।

ওই খবরের ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তেহরান যে দাঁতভাঙা জবাব দেবে তার বিশাল ক্ষতি পুষিয়ে নেওয়ার বাজেটও যেন ইসরায়েল প্রস্তুত করে রাখে।

তিনি বলেন, দেড়শ’ কোটি ডলার দিয়ে অস্ত্র কেনার আগে ইরানের হামলার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইসরায়েল যেন আগেভাগেই কয়েক হাজার কোটি ডলারের বাজেট বরাদ্দ দিয়ে রাখে।

এদিকে ইরানের সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করলে তা হবে ইসরাইলের শেষ নিঃশ্বাস। সূত্র: পার্স টুডে, তেহরান টাইমস।