ইরান সফরে যাচ্ছেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ইরান সফরে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান। দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করতে সোমবার তার এ সফরে যাওয়ার কথা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শেখ তাহনুন আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন জায়েদের ভাই। তবে তার এই সফর সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এডিকিউ-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন শেখ তাহনুন।

ইরানের নুর নিউজ জানিয়েছে, সফরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি)-এর সেক্রেটারি আলি শামখানি এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে।

২০১৯ সালে উপসাগরীয় অঞ্চলের পানিসীমার কাছে ট্যাংকারে হামলা এবং সৌদি জ্বালানি অবকাঠামোতে হামলার পর ইরানের সঙ্গে সম্পৃক্ত হতে শুরু করে সংযুক্ত আরব আমিরাত। গত এপ্রিলে সৌদি আরবও তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ গত মাসে বলেছিলেন, তার দেশ কূটনীতির প্রতি নীতিগত সমর্থনের অংশ হিসেবে এবং সংঘাত থেকে দূরে থাকতে ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে পদক্ষেপ নিচ্ছে।