লেবানন সংকট সমাধানে সৌদি আরবের সঙ্গে কাজ করবে ফ্রান্স

লেবাননের সংকট সমাধানে সৌদি আরবের সঙ্গে কাজ করবে ফ্রান্স। শনিবার এই লক্ষ্যে লেবাননের সঙ্গে যৌথ ফোন কল আয়োজন করেছে দেশ দুটি। রিয়াদ ও বৈরুতের মধ্যকার অভূতপূর্ব কূটনৈতিক সংকট সমাধানে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মনে করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবও সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সৌদি আরব যাওয়ার আগে তিনি সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেন।

গত মাসে সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ বৈরুত থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে। লেবানন সরকারের এক মন্ত্রী সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনে চলমান যুদ্ধের সমালোচনা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। শুক্রবার ওই মন্ত্রী পদত্যাগ করেছেন।

ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেছেন, স্বল্পমেয়াদে পুনরায় আর্থিকভাবে লেবাননে সক্রিয় হতে প্রতিশ্রুতি দিয়েছে রিয়াদ। আমরা এখন উভয়ে এক সঙ্গে কাজ করব।

ফরাসি প্রেসিডেন্ট জানান, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে ফোনালাপে তিনি ও সৌদি যুবরাজ একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। আর তা হলো লেবাননের জনগণের প্রতি দেশ দুটি অঙ্গীকারাবদ্ধ।

ম্যাক্রোঁ ইঙ্গিত দিয়েছেন রিয়াদ ও প্যারিস লেবাননের প্রয়োজনীয় মানবিক সহযোগিতার জন্যও তারা একসঙ্গে কাজ করবে।

মিকাতি বলেছেন, ম্যাক্রোঁ ও যুবরাজ সালমানের সঙ্গে ফোনালাপ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।