নেতানিয়াহুকে একহাত নিলেন ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনকে অভিনন্দন জানানোয় ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একহাত নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে এ ঘটনায় নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই প্রকৃত বিজয়ী। কিন্তু কারচুপি করে তাকে হারানো হয়েছিল। তকে বাইডেনকে নেতানিয়াহুর অভিনন্দন জানানোর ঘটনা তার দাবিকে ম্লান করে দিয়েছে।

ইসরায়েলের প্রতি ট্রাম্প প্রশাসনের দুর্দান্ত সমর্থনের কথা নেতানিয়াহু ভুলে গেছে বলেও দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, ‘নেতানিয়াহুর জন্য এতোটা কেউ করেনি।’

এই বছরের শুরুতে গোড়ার দিকে ইসরায়েলি সাংবাদিক বারাক রভিদের একটি বইয়ের জন্য ওই সাক্ষাত্কারটি দিয়েছিলেন ট্রাম্প। শুক্রবার অ্যাক্সিওস নিউজে প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বিবি-কে (নেতানিয়াহুর ডাকনাম) পছন্দ করতাম। এখনও করি। কিন্তু আমিও আনুগত্য পছন্দ করি। বিবি চুপ থাকতে পারতেন। তারপর থেকে আমি তার সঙ্গে কথা বলিনি।’

এদিকে শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এবং এর নিরাপত্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিশাল অবদান রয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। তবে দুই দেশের মধ্যকার শক্তিশালী জোটের গুরুত্বের জায়গা থেকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে অভিনন্দন জানানো তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সূত্র: আনাদোলু এজেন্সি।