সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে প্রস্তুত ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে যেকোনও সময় সম্পর্ক পুনঃস্থাপনে প্রস্তুত রয়েছে তেহরান। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

সৌদি আরবের সঙ্গে সংলাপকে ইতিবাচক ও গঠনমূলক বলে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কয়েক দিনের মধ্যে ওআইসিতে ইরানের প্রতিনিধি জেদ্দায় ফিরবেন, যা একটি ইতিবাচক পদক্ষেপ।

তিনি উল্লেখ করেছেন, আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানে সৌদি আরব, মিসর ও তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বৃহত্তর আঞ্চলিক সংলাপ গুরুত্বপূর্ণ। সৌদি আরব শুধু তেহরানের সঙ্গে সংলাপ চায়, এর মূল লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্ক।

৩ জানুয়ারি জর্ডানের আম্মানে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছিলেন, ইরানের দিকে আরব বিশ্বের হাত বাড়ানো আছে। শর্ত হলো ইরানকে আরব বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা সংশ্লিষ্ট ইস্যুতে সাড়া দিতে হবে।

সৌদি মন্ত্রী জানান, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি আরব বিশ্বকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের ভূমিকার কথা তুলে ধরেছেন।

কয়েক দশকের বৈরিতার পর গত বছর তেহরান ও রিয়াদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। গত বছর আগস্টে ইরাক ঘোষণা দেয় তারা বেশ কয়েকটি গোপন সংলাপ আয়োজন করেছে। জর্ডানও কয়েকটি আলোচনা আয়োজনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই উদ্যোগে সমর্থন জানিয়েছে।