সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠী। আমিরাত দাবি করেছে, তারা হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সোমবার এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুবাইয়ের একাধিক জায়গায় পড়েছে।
অন্যদিকে রবিবার সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণ দিকে পড়েছে। এতে বাংলাদেশিসহ এক সুদানের নাগরিক আহত হয়েছেন। যানবাহনসহ বেশ কিছু স্থাপনা ক্ষয়ক্ষতির খবর দিয়েছে দেশটি। হামলায় আহত বাংলাদেশির পরিচয় প্রকাশ করেনি সৌদি সরকার।
সৌদি জোটের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র দাহরান আল জানুব এলাকা লক্ষ্য করে চালানো হয়। তবে সৌদির প্রতিরক্ষা বিভাগ তা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এদিকে সৌদি আরব এবং সংযুক্ত আমিরাত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীদের মুখপাত্র। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনে গোষ্ঠীটি জানায়, ইয়েমেনে বছরের পর বছর ধরে চলা যুদ্ধে সৌদি এবং আমিরাতের বিরুদ্ধে আরও ব্যাপক পরিসরে সামরিক অভিযান পরিচালনা করবে হুথি।
২০১৫ সাল থেকে ইয়েমেনে যুদ্ধ চলছে। হুথি বিদ্রোহীদের দমনে ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন।