হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদিকে সমর্থনের প্রতিশ্রুতি বাইডেনের

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদির আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোন আলাপে প্রতিশ্রুতি দেন তিনি।

বুধবার রাষ্ট্র প্রধানদের মধ্যে সৌদিতে হুথি গোষ্ঠীদের আক্রমণের প্রসঙ্গে আলাপ হয়। আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের বরাতে হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, সৌদির জনগণ ও সম্পত্তি রক্ষা করতে আমেরিকা দায়বদ্ধ। ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের প্রয়াসকেও তারা সমর্থন করে।

প্রেসিডেন্ট বাইডেন ও বাদশাহ সালমানের মধ্যে এমন সময় কথা হলো যখন সৌদি এবং মিত্র আরব আমিরাত প্রতিনিয়ত হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সম্মুখীন হচ্ছে। এতে প্রাণহানির ঘটনাও ঘটছে।

২০১৫ সালে সৌদির নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে এবং বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এই যুদ্ধে দুর্ভিক্ষের মুখে পড়েছে ইয়েমেন। জাতিসংঘ জানিয়েছে, বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সমস্যায় রয়েছে ইয়েমেন।

সূত্র: আল-জাজিরা।