ইরানে সেনাবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

ইরানের সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে তিনজন নিহত হয়েছেন। সোমবার দেশটির তেব্রিজ শহরে সোমবারের দুর্ঘটনায় দুই পাইলটসহ এক বেসামরিক প্রাণ হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সেনাবাহিনী।

স্থানীয় সেনা কর্মকর্তা রেজা ইউসেফি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারিগরি ত্রুটির কারণে এফ –ফাইভ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র বলেন, বিমানটি সকাল ৮টার দিকে বিধ্বস্ত হয়। নিহত পাইলট সাদেগহ ফালাহি এবং আলীরেজা হানিফেহজাদ।

বিমানটি আবাসিক এলাকায় না বিধ্বস্ত হওয়ায় পাইলটদের দক্ষতার প্রশংসা করেন। বিমানটি একটি স্কুলের পাশে আঘাত করে। তবে করোনা বিধিনিষেধের কারণে সেখানে লোকজন ছিলেন না। একটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: আল জাজিরা।