সৌদি আরবের সঙ্গে সরাসরি আলোচনা স্থগিত ইরানের

সৌদি আরবের সঙ্গে সরাসরি আলোচনা স্থগিত করেছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত একটি আউটলেটের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন শনিবার তুরস্কের আন্টালিয়ায় একটি কূটনৈতিক ফোরামে জানিয়েছিলেন, বুধবার বাগদাদে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে পঞ্চম দফা আলোচনা হবে।

এর মধ্যেই রবিবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এসএনএসসি)-এর সঙ্গে সম্পৃক্ত নুরনিউজ জানিয়েছে, কোনও কারণ উল্লেখ না করেই একতরফাভাবে আলোচনা স্থগিত করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বহুবার বলেছিল যে, দেশটি শিগগিরই আলোচনা পুনরায় শুরু করার জন্য প্রস্তুত রয়েছে।

২০১৬ সালে সৌদি আরবে প্রভাবশালী একজন শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তেহরানে নিযুক্ত সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। এর জের ধরে দুই দেশের মধ্যকার আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়।  তবে উত্তেজনা নিরসনে সাম্প্রতিক বছরগুলোতে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির জোরালো সমর্থক রিয়াদ। ২০১৯ সালে সৌদি আরবের একটি তেল স্থাপনায় বড় ধরনের হামলার জন্য তেহরানকে দায়ী করে রিয়াদ।