পারমাণবিক চুক্তিতে রুশ সমর্থন পেতে মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মঙ্গলবার মস্কো পৌঁছেছেন। তিনি আশা করছেন, এই সফরের ফলে একটি ‘ভালো, স্থিতিশীল ও দৃঢ় পারমাণবিক চুক্তির’ দিকে রাশিয়ার সমর্থন পাওয়া যাবে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা’র বরাতে এখবর জানিয়েছে রয়টার্স।

আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, এখন পর্যন্ত ভিয়েনায় ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের আলোচনা সমর্থন করছে রাশিয়া।

ভিয়েনায় চুক্তি স্বাক্ষরকারী পরাশক্তিদের সঙ্গে ইরানের আলোচনা চলছে। কিন্তু কোনও সমঝোতায় পৌঁছার আগে রাশিয়ার দাবির ফলে আলোচনা বন্ধ হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।

ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, রাশিয়া সফরে যাওয়ার আগে সোমবার রাতে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনে চেষ্টা চালানোর আশ্বাস দেন।

ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধির দফতর থেকে বলা হয়েছে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন।