ইরানি জেনারেলকে গুলি করে হত্যার চেষ্টা

ইরানের বিপ্লবী গার্ডের এক সিনিয়র কমান্ডারের ওপর হামলা হয়েছে। শনিবার ভোরে দক্ষিণপূর্ব ইরানে তাকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে বন্দুকধারীরা। এতে তার দেহরক্ষী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, সিস্তান-বালুচিস্তান প্রদেশের বিপ্লবী গার্ড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসির ওপর হামলার পর তিনি অক্ষত আছেন। হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে।

প্রাদেশিক রাজধানী জাহেদানের একটি চেকপয়েন্টের কাছে এই হামলা চালানো হয়েছে। এতে কমান্ডারারের দেহরক্ষী মাহমুদ আবসালান নিহত হয়েছেন।

এই হামলা এমনই এক রাতে চালানো হয়েছে যেদিন ইরানের বহু মানুষের কাছে ইসলামের পবিত্রতম রাত বলে বিবেচিত। এই বছর একই দিন ইরানের বিপ্লবী গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এই বাহিনী প্রতিষ্ঠিত হয়।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সুন্নি মুসলিমদের আধিক্য রয়েছে। এই প্রদেশটি দীর্ঘদিন ধরে মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে। এছাড়া প্রদেশটির সুন্নি চরমপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে ইরানের শিয়া কর্তৃপক্ষের বিরোধ চলছে।

ইরানের বহু সুন্নি মুসলিম বৈষম্যের অভিযোগ করে থাকেন। তবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে আসছে।

২০০৯ সালে সিস্তান-বালুচিস্তান প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় বিপ্লবী গার্ডের ছয় সিনিয়র সদস্য নিহত এবং আরও ২৯ জন আহত হয়। ইরানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক সংস্থার ওপর সেটাই সবচেয়ে একক ভয়াবহ হামলা বলে বিবেচনা করা হয়।

সূত্র: রয়টার্স