ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় চার সেনা নিহত হয়েছে: সিরিয়া

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার সিরিয়ান সেনা নিহত এবং আরও তিন জন আহত হয়েছে। বুধবার এক বিবৃতিতে এমন দাবি করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলীয় টাইবেরিয়াস থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে এর বেশিরভাগই গুলি করে ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট।

আল জাজিরার খবরে অবশ্য বলা হয়েছে, তাদের পক্ষে এসব দাবির কোনওটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় দামেস্কের বেশ কয়েকটি শহরতলিতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ব্যবহৃত অস্ত্রের গুদামকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।