ইরানে ঘরে তৈরি মদ পান করে ১০ জনের মৃত্যু

ইরানে ঘরে তৈরি বিষাক্ত মদ পান করে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হরমোজগান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের মুখপাত্র ফাতেমেহ নওরোজিয়ান ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে তিনি জানিয়েছেন, উপকূলীয় শহর বন্দর আব্বাসের এ ঘটনায় ৯ জন পুরুষ এবং একজন নারীর মৃত্যু হয়েছে। আরও ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর।

ফাতেমেহ নওরোজিয়ান জানান, এ ঘটনায় অ্যালকোহল বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ৭৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৫ জনকে ডায়ালাইসিস করতে হয়েছে। চার জনের দৃষ্টি প্রতিবন্ধকতা ছিল।

এ মাসের গোড়ার দিকে পুলিশ জানিয়েছিল, তল্লাশিকালে বাড়িতে অ্যালকোহল পাওয়ার ঘটনায় মদ উৎপাদন ও বিতরণের সঙ্গে জড়িত সন্দেহে আট জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ধর্মীয় সংখ্যালঘুদের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া ইরানে অ্যালকোহল উৎপাদন, বিক্রি ও সেবন কঠোরভাবে নিষিদ্ধ। কারও এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে তাকে বেত্রাঘাতের মতো শাস্তির মুখে পড়তে হয়।