ইরান সফরে যাচ্ছেন কাতারের আমির

ইরান সফরে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার তার এ সফরে যাওয়ার কথা রয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ২০১০৫ সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা এবং ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। এই প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পর জার্মানি, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো সফর করবেন কাতারের আমির।

এর আগে গত ফেব্রুয়ারিতে কাতার সফরে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গ্যাস রফতানিকারক দেশগুলোর জোট জিইসিএফ-এর বৈঠকে অংশ নিতে ওই সফরে যান তিনি।