আবারও ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি তরুণ নিহত

nonameফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আবারও প্রাণ হারালেন এক ফিলিস্তিনি তরুণ। ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি পুলিশ নিহত হওয়ার একদিন পরই গুলিতে এই যুবকের হত্যার ঘটনা ঘটলো।
সোমবার দক্ষিণ তুলকারেম এলাকার সালিত বসতিতে ইসরায়েলি সেনার গুলিতে ওই ফিলিস্তিনির মৃত্যু হয়।  অতীতের ধারাবাহিকতায় তার বিরুদ্ধেও ছুরি হাতে হামলার অভিযোগ এনেছে ইসরায়েলি সেনারা। তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে এ কথা জানানো হয়েছে।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহত যুবকের নাম আহমদ হাসান তোবেহ। তার বয়স ১৮ বছর। মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, তোবেহ দক্ষিণ তুলকারেমের কুফর জামাল এলাকার বাসিন্দা। খুব কাছ থেকে ইসরায়েলি সেনারা তাকে ৫ বার গুলি করে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, কাফার সাবা পূর্ব দিকে সালিত এলাকায় সন্দেহভাজনরা অনুপ্রবেশের চেষ্টা করবে- এমন খবরের ভিত্তিতে সতর্ক ছিল সেনারা। নিরাপত্তারক্ষীরা সন্দেহভাজনের দিকে এগিয়ে তখন সে ছুরি হাতে হামলা করে। নিজেদের আত্মরক্ষায় ইসরায়েলি সেনারা তাকে গুলি করে।

সম্প্রতি পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন জোরালো হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি সেনা অথবা অবৈধ বসতকারীদের ১৬৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দর্শক, নিরস্ত্র বিক্ষোভকারী ও আক্রমণকারীরাও রয়েছে। বিপরীতে ফিলিস্তিনিদের হামলায় ২৫ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

/এএ/বিএ/