যুক্তরাষ্ট্রের কাছে ইরানি কর্নেলকে হত্যার স্বীকারোক্তি ইসরায়েলের: নিউ ইয়র্ক টাইমস

মার্কিন কর্মকর্তাদের ইসরায়েল জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তেল আবিব। গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বুধবার এ খবর জানিয়েছে।

রবিবার সন্ধ্যায় গাড়ি চালিয়ে নিজ বাসভবনে প্রবেশ করছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি। এ সময় দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথায় এবং দুটি হাতে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল জানিয়েছে, এই গুপ্তহত্যা ইরানের প্রতি একটি সতর্ক বার্তা, যাতে ইরানের অভিজাত কুদস ফোর্সের অভিযান বন্ধ করা হয়। এই বাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন খোদায়ি।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি অনুসারে, কুদস ফোর্সের ইউনিট ৮৪০ ইসরায়েলি কর্মকর্তা ও বেসামরিকসহ বিদেশিদের ওপর হামলা পরিচালনা করে।

ইরান কখনও এমন ইউনিটের অস্তিত্বের কথা স্বীকার করেনি। তবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কর্নেল হত্যার ‘উপযুক্ত প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন।

সূত্র: হারেৎজ