আলোচনার টেবিলে মিসর, বাহরাইন, জর্ডান

মিসরের অবকাশ কেন্দ্র শারম আল শেখে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন মধ্যপ্রাচ্যের তিন দেশের নেতারা। দেশগুলো হচ্ছে মিসর, বাহরাইন ও জর্ডান। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

আগামী ১৬ জুলাই সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলনকে সামনে রেখে রবিবার এই বৈঠকে বসলো দেশ তিনটির নেতারা। উপসাগরীয় সহযোগিতা পরিষদের ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও অংশ নেবেন বলে জানা গেছে।

রবিবারের বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ।

মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদের আসন্ন শীর্ষ সম্মেলন তাদের বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে ছিল বলে জানা গেছে।